কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলার ছক। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। সম্প্রতি জেলবন্দি অমৃতপাল সিং সমর্থকদের সোশাল মিডিয়া চ্যাট ভাইরাল হয়ে যায়। তা থেকেই জানা যায়, অমিত শাহ-সহ একাধিক ভিভিআইপি নেতার উপর প্রাণঘাতী হামলার ছক কষা হয়েছে। তারপরেই নড়েচড়ে বসে দেশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, শাহ ছাড়াও আততায়ীদের নিশানায় ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু ও শিরোমনি অকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া।
জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি অমৃতপাল সিংয়ের সমর্থকরা বেশ কয়েকটি হোয়াটস অ্যাপ গ্রুপ চালান। তেমনই একটি গ্রুপ হল ‘ওয়ারিশ দে পাঞ্জাব’। প্রায় ৬০০ জন সদস্য রয়েছেন সেই গ্রুপে। তদন্তকারী দাবি, এই গ্রুপে আলোচনা হয়েছিল কীভাবে রাজনৈতিক নেতৃত্ব ও ধর্মীয় নেতাদের উপর হামলা চালানো হবে। বিদেশি তহবিল সংগ্রহ নিয়েও কথাবার্তা হয়। এমনকী অস্ত্র কেনার বিষয়টি নিয়েও ষড়যন্ত্র চলতে থাকে।
Advertisement
বলকার সিং ও পবনদীপ সিং নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এদিকে অকালি দলের নেতা মাজিথিয়া এক অডিও রেকর্ড প্রকাশ করেছেন সমাজমাধ্যমে। ওই অডিওতে অমৃতপাল সিং স্বীকার করছেন, তাঁর গ্যাংস্টারদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি ডাকাতি ও আরও নানান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। এরপরেও কেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান নীরব রয়েছেন, সেই প্রশ্নও তুলেছেন মাজিথিয়া। এনআইএ তদন্তের দাবিতেও সরব হয়েছেন তিনি।
Advertisement
Advertisement



