ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ভারত সফরে এলেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা চিলুকুরি ও তাঁর তিন সন্তান ইওয়ান, বিবেক, এবং মিরাবেল। তিন জনেরই পরনে ছিল ভারতীয় পোশাক। সোমবার পালাম সেনাঘাঁটির বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যান্য কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁকে সেখানে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
Advertisement
Advertisement
Advertisement



