কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল দু’জনের। জখম আরও একজন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে চারতলায় থাকা গুদামটিতে। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েকজনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। কীভাবে ওই কাপড়ের গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রে খবর, রবিবাররাতে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটের ওই কাপড়ের গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরে অনেকেই প্রাণে বাঁচতে বাড়ির ছাদে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় আটকে পড়েন তাঁরা। প্রায় সকলকে উদ্ধার করা গেলেও ওই দু’জন সেখানেই আটকে ছিলেন। সকালে তাঁদের উদ্ধার করা হয়। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম কিষাণলাল উপাধ্যায় (৫৮) ও সুনীল কুমার শর্মা (৪৮)। দু’জনেই রাজস্থানের বাসিন্দা। চিকিৎসকদের অনুমান, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই মৃত্যু হয়েছে ওই দু’জনের। প্রাথমিক তদন্তে অনুমান, প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত করা ছিল ওই গুদামে। এর সঙ্গে ছিল কাপড়। মূলত সেই কারণেই আগুন খুব তাড়াতাড়ি বিধ্বংসী আকার ধারণ করে। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা ছিল কিনা, খতিয়ে দেখছে দমকল ও পুলিশের কর্মীরা। সংকীর্ণ গলি হওয়ায় দমকলেরও ঢুকতে সমস্যা হচ্ছিল। সোমবার সকালের দিকে বিল্ডিংটি কুলিংয়ের কাজ করা হয়।
Advertisement
Advertisement



