• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা, টর্নেডোয় জেরবার হুগলি

মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত্যু হয়েছে দু'জনের। খড়্গপুর থানার কৃষ্ণনগর এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ইঁটভাটার ম্যানেজার চন্দন ভাটা নাম এক ব্যক্তির।

শুক্রবারও ভিজল তিলোত্তমা। ছবি— শুভম বোস

সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল হাওয়া অফিস। এই পূর্বাভাসকে সত্যি করে বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। বাজ পড়ে মৃত্যুর খবরও সামনে এসেছে। মুর্শিদাবাদে বাজ পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। খড়্গপুর থানার কৃষ্ণনগর এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ইঁটভাটার ম্যানেজার চন্দন ভাটা নাম এক ব্যক্তির। এছাড়াও, মালদায় বজ্রাঘাতে এক নাবালিকা ও এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

ফের হাওয়া অফিসের তরফ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১০ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি করা হয়েছে লাল সতর্কতা। জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement

উল্লেখ্য, হুগলির দাদপুরের গ্রামে টর্নেডোর দাপটে বিপর্যস্ত এলাকার মানুষ। উপড়ে গিয়েছে একাধিক গাছ এবং বিদ্যুতের খুঁটি। আলিপুর গ্রামে বহু মানুষের বাড়ির চাল উড়ে গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন গ্রামবাসী। বাড়ির চাল উড়ে যাওয়া মানুষদের জন্য ত্রিপল দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, পঞ্চায়েতের পক্ষ থেকে ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার বন্দোবস্ত করা হয়েছে।

Advertisement

Advertisement