প্রতিদিন বেড়ে চলা জঞ্জালের চাপ ক্রমেই মাথাব্যথার কারণ হয়ে উঠছে কলকাতা পুরসভার জন্য। ধাপায় প্রতিদিন প্রায় ৫২০০ মেট্রিক টন জঞ্জাল জমা হচ্ছে, যার মধ্যে শুধু কলকাতা পুর এলাকার জঞ্জালই প্রায় ৪০০০ মেট্রিক টন। বাকি অংশ আসে হাওড়া, বিধাননগর, পানিহাটি-সহ একাধিক পুরসভা ও উন্নয়ন সংস্থা থেকে। এই পরিস্থিতিতে এবার জঞ্জাল পুনর্ব্যবহারেই সমাধানের পথ খুঁজছেন মেয়র ফিরহাদ হাকিম।
ধাপার জঞ্জাল কমাতে ইতিমধ্যেই সেখানে চালু হয়েছে সার প্রকল্প, সিএনজি গ্যাস উৎপাদন কেন্দ্র, প্লাস্টিক ও থারমোকল রিসাইক্লিং ইউনিট। প্রতিদিন গড়ে ১৫০০ মেট্রিক টন জঞ্জাল পুনর্ব্যবহারের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। তবে মেয়রের লক্ষ্য, এই পরিমাণ আরও বাড়ানো। বৃহস্পতিবার ধাপা সফরে গিয়ে তিনি ঘুরে দেখেন রিসাইক্লিং প্ল্যান্টগুলি। রাজ্যের অন্যান্য পুরসভাগুলিকেও এই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন ফিরহাদ।
Advertisement
কলকাতা পুরসভার বেশ কিছু গাড়ি এখন ধাপার তৈরি সিএনজি গ্যাসে চলছে। মেয়র জানিয়েছেন, আগামী দিনে পুরসভার সব গাড়িই যাতে এই পরিবেশবান্ধব জ্বালানিতে চলে, তার পরিকল্পনা নেওয়া হয়েছে। জঞ্জাল সমস্যা থেকে রেহাই পেতে নতুন ধরণের রিসাইক্লিং ইউনিট তৈরির পাশাপাশি বিকল্প জমির সন্ধানও চলছে ধাপার জন্য।
Advertisement
পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের ডিরেক্টর জেনারেল শুভাশিস চট্টোপাধ্যায়কে মেয়র নির্দেশ দিয়েছেন, রিসাইক্লিং ইউনিটের সংখ্যা দ্রুত বাড়াতে হবে। ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন, ‘আগামী দিনে জঞ্জাল থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা রিসাইক্লিং। সকল পুরসভাকেই এবার দায়িত্ব নিয়ে এগোতে হবে।’ এই উদ্যোগ সফল হলে শুধু ধাপার চাপই কমবে না, শহরের পরিবেশও অনেকটা পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে বলে আশাবাদী পুরসভা।
Advertisement



