• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ই-গাড়ির ভবিষ্যৎ নিয়ে কলকাতায় বড় সভা, সুরটেক-এ শিক্ষা ও শিল্পের মিলন

ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে শহরে বিশেষ আলোচনা সভার আয়োজন করল ড. সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স।

ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে শহরে বিশেষ আলোচনা সভার আয়োজন করল ড. সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। দমদমে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার প্রথমবার আয়োজিত হল বড় আকারের উদ্যোগ-শিক্ষা সম্মেলন ‘ই-মোবিলিটি সিনার্জি ২০২৫’। সভাটি আয়োজনের দায়িত্বে ছিল জেআইএস গ্রুপের নতুন প্রকল্প ‘জেআইএস-রেস্’, যার লক্ষ্য ই-গাড়ি প্রযুক্তি নিয়ে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা তৈরি করা।

এদিনের সভায় উপস্থিত ছিলেন দেশের নানা প্রান্ত থেকে আসা ৩০ জনের বেশি খ্যাতনামা বিজ্ঞানী, সরকারি আধিকারিক এবং স্বনামধন্য সংস্থার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের ড. সুরেশ বাবু, টিফ্যাকের প্রধান ড. অর্ঘ্য সরকার, ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এবং লাল বাহাদুর শাস্ত্রী ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিনিধি-সহ আরও অনেকে।

Advertisement

গোটা অনুষ্ঠান জুড়ে ঘুরেফিরে এসেছে একটাই কথা, ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প জগতকে একসাথে চলতে হবে। কীভাবে প্রযুক্তি ও নীতির সহায়তায় এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ক্ষেত্রকে, কীভাবে পড়ুয়াদের গড়ে তোলা যায় আগামীর দক্ষ কর্মী হিসেবে, তা নিয়েই বিস্তর আলোচনা হয় এদিনের সভায়।

Advertisement

এই প্রসঙ্গে জেআইএস গ্রুপের ডিরেক্টর সরদার সিমারপ্রীত সিং বলেন, ‘ই-মোবিলিটি সিনার্জি ২০২৫ আমাদের জন্য একটা বড় পদক্ষেপ। আমরা শুধু গবেষণার জায়গা তৈরি করছি না, ভবিষ্যতের পরিবহণ বিপ্লবের জন্য তরুণ প্রজন্মকে তৈরি করছি।’

সবমিলিয়ে, সুরটেক-এর এই উদ্যোগ নতুন করে আশা দেখাচ্ছে, যেখানে শিক্ষা আর শিল্প হাতে হাত মিলিয়ে গড়ে তুলতে চায় পরিবেশবান্ধব ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন।

Advertisement