• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

সুভাষ সরোবরের জলে অক্সিজেন বাড়াতে বসছে ‘এয়ারেটর’  

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ সুভাষ সরোবরের জলকে প্রাণবন্ত রাখার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে।

কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) সুভাষ সরোবরের জলকে প্রাণবন্ত রাখতে বড় পদক্ষেপ নিতে চলেছে। সরোবরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এবার আটটি ‘এয়ারেটর’ বসানো হবে।

পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এই বিশেষ যন্ত্রগুলো জলের মধ্যে ক্রমাগত নড়াচড়া তৈরি করবে, যা অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরেই সরোবরে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, অক্সিজেনের অভাবই এর প্রধান কারণ।

Advertisement

কেএমডিএ-র এক আধিকারিক জানান, ৩০-৪০ মিটার অন্তর এই এয়ারেটর বসানো হবে, যা জলের গুণগত মান উন্নত করবে। পরিবেশ বিজ্ঞানীরাও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন, কারণ সরোবরে মাছ ছাড়াও কচ্ছপসহ অন্যান্য জলজ প্রাণী রয়েছে।

Advertisement

তবে, শুধু অক্সিজেনের মাত্রা বাড়ালেই হবে না বলে মনে করছেন পরিবেশকর্মীরা। তাদের মতে, সরোবরে প্লাস্টিক ও নোংরা জল প্রবেশ রোধ করাও সমান জরুরি। দূষণ রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।

Advertisement