রেললাইনের উপরে থাকা বাইকের সঙ্গে ধাক্কা লাগল ক্যানিং লোকালের। এর জেরে শিয়ালদহ-ক্যানিং শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছন রেলের আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করেন রেলকর্মীরা।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এক যুবক সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে রেললাইন পারাপার করছিলেন। সেই সময় ক্যানিং লোকাল সোনারপুর ছেড়ে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। ট্রেন আসতে দেখে ট্র্যাকের উপরে বাইক ফেলে পালিয়ে যান ওই যুবক। ফলে চলন্ত ট্রেন এসে ধাক্কা দেয় বাইকে। ট্রেনটি থমকে যায়।
Advertisement
এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘আমরা জনসাধারণকে বারবার বলছি, রেল লাইন পারাপার করা থেকে দয়া করে বিরত থাকুন। সেইসঙ্গে লেভেল ক্রসিংয়ে সিগন্যাল মেনে চলুন। বহু সময় এই জিনিসগুলো ঠিকঠাক মেনে চলা হয় না বলেই সমস্যা তৈরি হয়।’
Advertisement
Advertisement



