• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

সন্দেশখালি হাসপাতালের উন্নয়নে ৮ কোটি টাকা

এসব কাজ সম্পূর্ণ হলে তবেই সন্দেশখালির মানুষজনের কাছে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী রাজ্য সরকার।

ফাইল চিত্র

তিনি প্রতিশ্রুতি দিলে রাখেন, তা আবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাস তিনেকের মধ্যেই সন্দেশখালির মতো প্রত্যন্ত এলাকার গ্রামীণ হাসপাতালের উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। ৮ কোটি টাকা অনুমোদন করে সন্দেশখালির বিধায়ককে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এই টাকা খরচ করা হবে গ্রামীণ হাসপাতালের উন্নয়নে। হাসপাতালের শয্যাসংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৬০ টি করা হবে। এসব কাজ সম্পূর্ণ হলে তবেই সন্দেশখালির মানুষজনের কাছে আরও সহজে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যাবে বলে আত্মবিশ্বাসী রাজ্য সরকার।

গত ডিসেম্বরে সন্দেশখালিতে গিয়ে সেখানকার একাধিক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর উন্নীতকরণ। প্রত্যন্ত এলাকায় মাত্র ৩০ শয্যার হাসপাতালে চিকিৎসা পরিষেবা মিললেও তা যে অপ্রতুল, স্পষ্ট বুঝতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন। ৮ কোটি টাকা বরাদ্দও করা হয়েছিল। ৩ মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি। মঙ্গলবার হাসপাতালের উন্নয়নে অর্থদপ্তর এই টাকা অনুমোদন করেছে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতোকে।

Advertisement

Advertisement

Advertisement