• facebook
  • twitter
Monday, 8 December, 2025

বালির চুরি বন্ধের দাবিতে পথ অবরোধ, আহত

অজয় নদ থেকেও অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ উঠেছে।

ফাইল ছবি

ফের বালি চুরি নিয়ে উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়ার অজয় নদ সংলগ্ন এলাকা। বুধবার বালির অবৈধ কারবার বন্ধের দাবিতে, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়া এলাকার মহিলারা পথ অবরোধ করেন। একই সঙ্গে বালি ভর্তি বেশ কিছু লরি রাস্তায় আটকে দেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, নদী থেকে বালি চুরি বন্ধ করতে হবে। কিন্তু এখনও চলছে বালি চুরি। অজয় নদ থেকেও অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার অভিযোগ উঠেছে। তারপর সেই বালি ডাম্পার বোঝাই করে, গ্রামের জনবহুল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এক দিকে গ্রামের রাস্তাঘাট হচ্ছে বেহাল, আবার দুর্ঘটনাও ঘটছে।

Advertisement

বুধবার স্থানীয় মহিলারা অজয় নদ বাঁচানো ও এলাকার রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলন শুরু করেন। অভিযোগ, সেই সময়ই বালি মাফিয়াদের লোকজন অবরোধ হঠাতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি মারধর করে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেনকা গোপ নামে এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। আহত মহিলাকে প্রথমে স্থানীয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

Advertisement