• facebook
  • twitter
Sunday, 21 December, 2025

সবসময় ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়: বরুণ চক্রবর্তী

আগে একটা সেশনে ৫০টা বল করতাম। সেটা দ্বিগুণ করে দিই। জানতামও না যে নির্বাচকরা আদৌ আমায় আর ডাকবেন কি না। খুব কঠিন সময় ছিল।

ফাইল চিত্র

চলতি বছরে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বরুণ চক্রবর্তী । সেই বরুণ ৪ বছর আগের তাঁর দুঃসহ অভিজ্ঞতার কথা জানালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর তিনি যেভাবে ফোনে হুমকি পেতেন এবং তাঁকে দেশে ফিরতেও যে বারণ করা হয়েছিল সে কথা জানিয়েছেন তিনি।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের হয়ে আর কোনও দিন খেলতে পারবেন না এমনটাই ভেবেছিলেন বরুণ। সেই বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলে একটিও উইকেট নিতে পারেননি। ভারত সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছেও হারে ১০ উইকেটে।

Advertisement

বরুণ আরও বলেছেন, ‘২০২১ বিশ্বকাপের পর বহুবার হুমকি ফোন পেয়েছিলাম। বলা হত, ভারতে ফিরো না। চেষ্টা করলেও ফিরতে পারবে না। লোকে আমার বাড়িতে পর্যন্ত চলে আসত। আমার উপরে নজর রাখা হত। তাই নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য হতাম। বিমানবন্দর থেকে ফেরার সময় দু’জন আমাকে বাইকে করে অনুসরণও করেছিল।’ তিনি বলেন, ‘আমি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলাম। সেবার একটাও উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল। তিন বছর আমি দলে জায়গা পাইনি। তাই অভিষেকের চেয়েও আমার কাছে প্রত্যাবর্তন কঠিন ছিল।’

Advertisement

নীল জার্সিতে প্রত্যাবর্তন নিয়ে বরুণ বলেন, ‘আগে একটা সেশনে ৫০টা বল করতাম। সেটা দ্বিগুণ করে দিই। জানতামও না যে নির্বাচকরা আদৌ আমায় আর ডাকবেন কি না। খুব কঠিন সময় ছিল। তিন বছর পর সব বদলে গেল। আমরা আইপিএল জিতলাম। জাতীয় দলে ডাক পেলাম এবং খুব খুশি হয়েছিলাম তখন। তবে আমি নিজেকে আরও বড় জায়গায় নিয়ে যেতে চাই। দেশের সম্মান রক্ষার জন্য সবরকম চেষ্টা করব। জীবনে সবসময় একটা ভালো সময় আসে। সেই সময়কে অবশ্যই কাজে লাগাতে হবে।’

Advertisement