• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যাদবপুরে কিশোরীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার বাবা

নিজের ১৫ বছর বয়সি মেয়েকে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে যাদবপুরের আনন্দপল্লিতে।

প্রতীকী ছবি

নিজের ১৫ বছর বয়সি মেয়েকে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে যাদবপুরের আনন্দপল্লিতে। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা ওই কিশোরীকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করিয়েছেন। কিন্তু কেন অভিযুক্ত ব্য়ক্তি নিজের মেয়েকে খুনের চেষ্টা করলেন তা জানা যায়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম চিন্ময় গোপ। তিনি যাদবপুরের আনন্দপল্লি এলাকায় এক বহুতলের তিন তলার ফ্ল্যাটে পরিবারকে নিয়ে থাকতেন। প্রতিবেশীদের অভিযোগ, শনিবার দুপুরে আচমকা নিজের ১৫ বছরের কিশোরী মেয়েকে ফ্ল্যাটের বারান্দা থেকে ঠেলে নিচে ফেলে দিয়েছেন চিন্ময়। বিষয়টি নজরে আসতেই রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান প্রতিবেশীরা। এরপরই সংযুক্ত চক্রবর্তী নামের এক প্রতিবেশী চিন্ময়ের নামে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের প্রাথমিক অনুমান, মেয়েকে খুন করার জন্যেই অভিযুক্ত তিন তলার বারান্দা থেকে তাকে ধাক্কা মেরেছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় সংহিতার ১০৯ নম্বর ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের চেষ্টার কারণ জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কিশোরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তার বয়ান এখনও নথিভুক্ত করা যায়নি। তার অবস্থা সামান্য স্থিতিশীল হলে বয়ান রেকর্ড করবে পুলিশ।

Advertisement

Advertisement