ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যক্তি হিসাবে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। রবিবার নিউজল্যান্ডের বিরুদ্ধে ৩০০ তম একদিনের ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। এদিনের ম্যাচে খেলতে নেমে আরও এমন একটা নজিরের মালিক হয়েছেন কিং কোহলি, যেটা এখনও কোনও ক্রিকেটারের নেই। তবে ইতিহাস গড়ার দিনে ব্যাট হাতে ব্যর্থ বিরাট।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামেন বিরাট। স্বামীর নজির গড়ার ম্যাচে সাক্ষী থাকতে দুবাইয়ে পৌঁছে যান স্ত্রী অনুষ্কা শর্মাও। কেবল ৩০০ ওয়ানডে খেলাই নয়, বেশ কয়েকটি রেকর্ডও ভাঙার সুযোগ ছিল কোহলির সামনে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শচীন তেণ্ডুলকরের। সেই নজির ভেঙে দেওয়ার হাতছানি ছিল বিরাটের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করারও সুযোগ ছিল।
Advertisement
তবে এদিন ব্যাট করতে নামার আগেই দারুণ রেকর্ড গড়ে ফেললেন বিরাট। ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসাবে ৩০০টি ওয়ানডের পাশাপাশি ১০০টি করে টেস্ট এবং টি-২০ খেলার রেকর্ড গড়লেন তিনি। বিরাটের আগে ১৭ জন ক্রিকেটার ৩০০টি ওয়ানডে খেলেছেন। কিন্তু তার সঙ্গে ১০০টি করে টেস্ট এবং টি-২০ খেলার নজির আর কারোওর নেই। বিরাট ছাড়াও মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়-সহ মোট ৭ জন ভারতীয় রয়েছেন ৩০০ ওয়ানডে খেলার তালিকায়।
Advertisement
কিন্তু নজির গড়ার দিনে ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ বিরাট। ১৪ বলে মাত্র ১১ রান করে আউট হন তিনি। পাখির মতো উড়ে গিয়ে দুরন্ত ক্যাচে বিরাটকে ফেরান গ্লেন ফিলিপস। কোহলি আউট হতেই অনুষ্কার চোখ-মুখে হতাশা। মাথায় হাত দিয়ে বসে পড়েন বিরাটপত্নী।
Advertisement



