• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২ মার্চ ৫৮তম ‘দ্য স্টেটসম্যান ভিনটেজ এন্ড ক্লাসিক কার র‍্যালি’

দিল্লিকে মন্ত্রমুগ্ধ করে তুলবে

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ৫৮তম ‘দ্য স্টেটসম্যান ভিনটেজ এন্ড ক্লাসিক কার র‍্যালি’। এই র‍্যালি রাজধানী শহরকে মোহিত করতে চলেছে। র‍্যালির প্রদর্শনী উপলক্ষে অটোমোবাইল উৎসাহী, ইতিহাস প্রেমী এবং সংগ্রাহকদের এক জায়গায় সমবেত করতে চলেছে।

২ মার্চ রবিবার সকাল ১০টায় নিউ দিল্লির বড়খাম্বা রোডে ‘দ্য স্টেটসম্যান হাউস’ থেকে এই প্রদর্শনী অনুষ্ঠান শুরু হবে। এখানে সুন্দরভাবে সুরক্ষিত করা ভিনটেজ এবং ক্লাসিক গাড়িগুলির একটি বহর মনোমুগ্ধকর শোভাযাত্রা শুরু করবে। সেটি শহরের আইকনিক ল্যান্ডমার্কগুলি স্পর্শ করে যাবে। র‍্যালিটি নয়াদিল্লির ইন্ডিয়া গেটে অবস্থিত মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে শেষ হবে। এরপর বিকেল ৩:০০ টায় সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। পুরনো মোটরগাড়ির ঐতিহ্যপূর্ণ সংরক্ষণে নিষ্ঠার জন্য বিজয়ীদের সম্মানিত করা হবে। এই কালজয়ী গাড়িগুলির যন্ত্রাংশের সর্বোত্তম পুনরুদ্ধার, মৌলিকত্ব ও সৌন্দর্যের স্বীকৃতির জন্য এই পুরষ্কার প্রদান করা হবে।

Advertisement

উল্লেখ্য, প্রদর্শনীর দুই দিন আগেই প্রতিযোগী গাড়িগুলির স্থান নির্ণয় করা হবে নিউ দিল্লির মডার্ন স্কুল, বড়খাম্বা রোডে। সেই প্রি-জাজিং-এর কাজ করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টো থেকে বিকেল ৫টা এবং ১ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

জানা গিয়েছে, এই র‍্যালিতে অংশগ্রহণকারী প্রতিযোগী গাড়িগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হল: ভিনটেজ কার, ক্লাসিক কার, যুদ্ধ-পরবর্তী গাড়ি ও অন্যান্য, যা ঐতিহাসিক অটোমোবাইলের বৈচিত্র্যময় ও উত্তেজনাপূর্ণ লাইনআপ নিশ্চিত করে। গত কয়েক দশক ধরে, ‘দ্য স্টেটসম্যান ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র‍্যালি’ অটোমোবাইলের সমৃদ্ধ ইতিহাস উদযাপনের একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠান, যা গাড়ি সংগ্রহকারী, উৎসাহী ও দর্শক উভয়কেই আকর্ষণ করে। ২০২৫ সালের সেই প্রদর্শনীটিও এর থেকে স্বতন্ত্র নয়। দিল্লির রাস্তায় কিছু সেরা ভিনটেজ গাড়ির শোভাযাত্রা সময়ের সঙ্গে সঙ্গে এক স্মৃতিমধুর যাত্রার মাধ্যমে অতীত ইতিহাসকে হাতছানি দেবে বলে মনে করা হচ্ছে।

Advertisement