• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

স্বীকৃতির আলোয় লিটল ম্যাগাজিন

লিটল ম্যাগাজিন সম্পাদক সমিতির উদ্যোগে সম্প্রতি ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দিরে আয়োজিত হয় ৪১তম শারদ সংখ্যা প্রদর্শনী ও সাহিত্য উৎসব।

লিটল ম্যাগাজিন সম্পাদক সমিতির উদ্যোগে সম্প্রতি ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দিরে আয়োজিত হয় ৪১তম শারদ সংখ্যা প্রদর্শনী ও সাহিত্য উৎসব। প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, কবি অনিল দাঁ, শিক্ষাবিদ বংশীবদন চট্টোপাধ্যায়, তপোব্রত ব্রহ্মচারী, ডঃ সমরেন্দ্রনাথ ঘোষ-এর উজ্জ্বল উপস্থিতিতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ চন্দ্রা মহলানবীশের সূচনা সঙ্গীত ও অধ্যাপক ডঃ পরিমল ঘোষের উদ্বোধনী বক্তব্য, বাংলার নানা প্রান্ত থেকে আসা সাহিত্য ও সংস্কৃতিজগতের শতাধিক ব্যক্তিত্বের কাছে ছিল এক বিশেষ পাওনা।

এদিন আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক ও পত্রিকা সম্পাদক ডাঃ প্রকাশ মল্লিক এবং লিটল ম্যাগাজিন আন্দোলনের শরিক আগন্তুক পত্রিকার সম্পাদক ধীরাজ কুমার দের হাতে অমিতকৃষ্ণ দে স্মৃতি পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি বিশেষ সম্মান জানানো হয় চারুপত্র, সূনৃত এবং আজকের অনুভবের সম্পাদক ও শতবর্ষে সলিল চৌধুরী সংখ্যার সম্পাদক শ্যামসুন্দর গুঁইকে। সভাপতি গৌতমকুমার দের পৌরহিত্যে ও শঙ্খ ভট্টাচার্যের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সম্পাদক বিশ্বনাথ সাউয়ের স্বাগত ভাষণ থেকে উঠে আসে যে বিগত পাঁচ বছরের মত এবারও প্রদর্শনীর সেরা পত্রিকাদের পুরস্কৃত করা হবে।

Advertisement

Advertisement

Advertisement