• facebook
  • twitter
Friday, 5 December, 2025

চিকিৎসার জন্য শর্তসাপেক্ষে জামিন পেলেন কালীঘাটের কাকু

সিআরপিএফ মোতায়েন থাকবে এবং পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া আর কারও সঙ্গে দেখা করতে পারবেন না

ফাইল চিত্র

কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হল তাঁর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-কে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, -‘চিকিৎসার জন্য মানবিক কারণেই অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দেওয়া হল’। তবে আদালত কয়েকটি শর্ত দিয়েছে। শর্তগুলি হল, সিবিআই নজরদারি চালাবে, বেহালার বাড়ি ও হাসপাতাল ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না, ২টি মোবাইল ফোন নম্বর সিবিআইকে দিতে হবে, সিআরপিএফ মোতায়েন থাকবে এবং পরিবার, ডাক্তার, আইনজীবী ছাড়া আর কারও সঙ্গে দেখা করতে পারবেন না।
৩১ মার্চ পর্যন্ত মামলার নিষ্পত্তি অবধি বজায় থাকবে শর্তসাপেক্ষ অন্তর্বতী জামিন। এমনটাই নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চের। এই মামলার পরবর্তী শুনানি ২০ মার্চ। এই মামলায় সিবিআই জানিয়েছে, “আমাদের ২ দিন সময় দেওয়া হোক আমরা হাসপাতালে টেস্ট করে আদালতে জমা দেব।” প্রতুত্তরে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “এই দুই দিনে যদি তাঁর মৃত্যু হয়? আমরা একজনের শারীরিক অবস্থা নিয়ে ছিনিমিনি করতে পারি না। যেখানে অ্যাপোলো, বিএম বিড়লা হাসপাতাল যেখানে রিপোর্টে বলছে হার্টে ২ থেকে ৩টে ব্লকেজ আছে। সেখানে কী বলা যায়?’
হাইকোর্টের পর্যবেক্ষণ, দু’টি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত উদ্বিগ্ন। অভিযুক্তের চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাঁর এনজিওপ্লাস্টি করা দরকার। মামলার মূল বিষয় আদালত আপাতত বিবেচনা করছে না। শুধুমাত্র চিকিৎসা এবং মানবিক কারণে অন্তর্বতী জামিন দেওয়া হচ্ছে। এই সময়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচার করতে পারবেন অভিযুক্ত মামলাকারী।

Advertisement

Advertisement