• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

একদা আরএসএস মুক্ত ভারতের কথা বলেও নীতিশ কিভাবে দিল্লিতে বিজেপির শরিক হন, প্রশ্ন পবন কুমার বর্মার

দিল্লি নির্বাচনে বিজেপি-জেডি(ইউ) জোট করার বিরুদ্ধে নীতিশ কুমারের সমালােচনা করেছেন দলেরই প্রবীণ নেতা পবন কুমার বর্মা।

নীতিশ কুমার (File photo: IANS)

দিল্লি নির্বাচনে বিজেপি-জেডি(ইউ) জোট করার বিরুদ্ধে নীতিশ কুমারের সমালােচনা করেছেন দলেরই প্রবীণ নেতা পবন কুমার বর্মা। নীতিশ কুমারকে এই সিদ্ধান্তের জন্য চিঠি লিখে তাঁর হতচকিত হওয়ার কথা জানান।

মঙ্গলবার এক চিঠিতে তিনি জানান, এক সময় আপনি আরএসএস মুক্ত ভারতের কথা বলেছিলেন। আর বিজেপির চালিকা শক্তি আরএসএস হওয়ার ঘটনা আপনার অজানা নয়। এটা যদি আপনার বিশ্বাস হয় তবে এখন কিভাবে বিহারের বাইরে গিয়ে আপনি দিল্লির নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেন। আর বিজেপির দীর্ঘদিনের জোট শরিক অকালি দল যেখানে দিল্লির নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করতে অস্বীকার করেছে, সেখানে আপনি কিভাবে এতে সম্মতি দেন। আর দেশব্যাপী সিএএ নিয়ে যখন বিক্ষোভ সমাবেশ চলছে তখন জেডি(ইউ) অন্য রাজ্যে বিজেপির নির্বাচনী শরিক হয়?

Advertisement

উল্লেখ্য অকালি দল সিএএ’তে তাদের আপত্তির কারণ দেখিয়ে দিল্লির নির্বাচনে বিজেপির সঙ্গে জোট হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে।

Advertisement

Advertisement