• facebook
  • twitter
Friday, 2 January, 2026

রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র প্রয়াত

সম্প্রতি আচার্য সত্যেন্দ্র বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর স্নায়ুরোগ, মধুমেহ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল তাঁর। তিনি ব্রেন স্ট্রোকেও আক্রান্ত হন।

ফাইল চিত্র

প্রয়াত হলেন রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার সকালে তিনি লখনউয়ের এসজিপিজিআই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি অসুস্থ অবস্থায় এখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সরযূ নদীর তীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আচার্যের দেহ অযোধ্যায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

তাঁর প্রয়াণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে আচার্যর প্রয়াণ অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন। তাঁর প্রয়াণে আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে যোগী উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘ভগবান শ্রী রামের কাছে প্রয়াত সাধককে তাঁর পায়ের তলে স্থান দেওয়ার ও শোকাহত শিষ্য এবং অনুগামীদের অপরিসীম দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করি। ওম শান্তি!’

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আচার্য সত্যেন্দ্র বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর স্নায়ুরোগ, মধুমেহ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল তাঁর। তিনি ব্রেন স্ট্রোকেও আক্রান্ত হন। প্রথমে তাঁকে অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য লখনউয়ের সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এসজিপিজিআই)-এ ভর্তি করা হয়।

Advertisement

Advertisement