• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দক্ষিণ কলকাতার স্কুলে আগুন

স্কুলে আগুন লেগেছে শুনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর দমকলে খবর দেওয়া হলে, দুটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দক্ষিণ কলকাতার এক ইংরেজি মাধ্যম স্কুলে আগুনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের ৬ পাম অ্যাভিনিউয়ের এক ইংরেজি মাধ্যম স্কুলে। স্থানীয় সূত্রে খবর, স্কুলের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্কুলে আগুন লেগেছে শুনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর দমকলে খবর দেওয়া হলে, দুটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর, রক্ষণাবেক্ষণের কাজের কারণে বন্ধ রাখা হয়েছিল স্কুল। সেই সময়ই এই অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, স্কুলের এসির রক্ষণাবেক্ষণ করার সময় সেখান থেকেই ধোঁয়া বের হতে দেখা যায়। যাকে কেন্দ্র করে পুলিশ এবং দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হয়েই আগুন লাগে স্কুলে। তবে স্কুল বন্ধ থাকার কারণে এড়ানো গিয়েছে বড় ক্ষতি।

Advertisement

Advertisement

Advertisement