ইসিএলের কোলিয়ারি এলাকার আবাসন থেকে উদ্ধার হলো বৃদ্ধ দম্পতির দেহ। বুধবার দুপুরের এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার বড়ধেমো সিপি ধাওড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত দম্পতির নাম কপিলদেও মাহাতো (৮১) ও ললিতা দেবী মাহাতো (৭৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, কপিলদেও মাহাতো ও ললিতা দেবী মাহাতো আসানসোলের বড়ধেমো সিপি ধাওড়ায় খনি আবাসনে থাকতেন। তাদের সঙ্গে ছেলে মিথিলেশ কুমারও থাকতেন স্ত্রীকে নিয়ে। মিথিলেশ কুমার পেশায় চিকিৎসক। তবে বর্তমানে কিছু করেন না। এদিন বেলার দিকে ছেলে বৃদ্ধ বাবা ও মাকে ঘুম থেকে তুলে চা দিতে যান। তখন তিনি দেখেন ঘরের মধ্যে বিছানায় বাবা ও মা অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। ডাকলেও সাড়া দেননি। আশপাশের লোকেরা খবর পেয়ে আসেন। দুপুর আড়াইটে নাগাদ খবর পেয়ে আসানসোল দক্ষিণ (পিপি) থানার পুলিশ আসে। পুলিশের উপস্থিতিতে ছেলে মিথিলেশ কুমার বাবা ও মাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক দুজনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement
Advertisement



