• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহাকুম্ভ নিয়ে ২৪ ঘন্টার জন্য সহায়তা কেন্দ্র নবান্নের

চলতি বছরে প্রয়াগরাজের মহাকুম্ভে রেকর্ড পরিমাণ পুণ্যার্থীর সমাগম হচ্ছে। পর্যাপ্ত প্রশাসনিক প্রস্তুতির অভাবে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা।

নবান্ন। ফাইল চিত্র

প্রয়াগরাজে পদপিষ্ট ও অগ্নিকাণ্ডের ঘটনার পর চিন্তিত রাজ্য প্রশাসন। সেজন্য আর উত্তরপ্রদেশ সরকারের প্রশাসনের ওপর নির্ভর করে বসে থাকতে চাইছে না বাংলার মমতা সরকার। এ বিষয়ে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। পূর্ণকুম্ভের পুণ্যার্থীদের কথা ভেবে ২৪ ঘন্টা প্রশাসনিক সহায়তা দানের পরিকল্পনা করা হয়েছে। এজন্য নবান্নে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। রাজ্যের কেউ কোনও বিপদে পড়লে ০৩৩২২১৪-৩৫২৬ নম্বরের বিশেষ হেল্প লাইন নম্বরটিতে ফোন করলেই পাবেন প্রশাসনিক সহায়তা।

প্রসঙ্গত চলতি বছরে প্রয়াগরাজের মহাকুম্ভে রেকর্ড পরিমাণ পুণ্যার্থীর সমাগম হচ্ছে। পর্যাপ্ত প্রশাসনিক প্রস্তুতির অভাবে কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। পরপর দুই বার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই শতাধিক তাঁবু আগুনে ভস্মীভূত হয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হল, বুধবার সঙ্গমের নিকটে পদপিষ্টের ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের ৬ জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও বেশ কয়েকজন রাজ্যবাসী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। অথচ মানুষের পূর্ণকুম্ভে স্নানে যাওয়ার বিরাম নেই। বহু পরিবার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এরকম একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে রাজ্য সরকার কন্ট্রোল রুম খুলেছে। সেখানে দিনরাত ২৪ ঘন্টা পুণ্যার্থীদের পাশে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

Advertisement