চারদিন নিখোঁজ থানার পর টিটাগড়ের ভাগাড় থেকে উদ্ধার হল কিশোরের মৃত দেহ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক সন্দেহভাজনকে। রহড়া থানার অন্তর্গত বন্দিপুর লাল ইটখোলা এলাকার ঘটনা।
শনিবার বিকালে পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বছর দশের কিশোর অভয় দাস। তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি তাকে। শনিবার রাতেই নিখোঁজ ডায়েরি করা হয় রহড়া থানায়। মৃত কিশোরের মা পেশায় পুনম দাসের কথায়, ‘ছেলেকে শেষবার দেখেছিলান শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ। বন্ধুদের সঙ্গে খেলে পড়তে যাওয়ার কথা ছিল ওর। কিন্তু বাড়ি না ফেরায় প্রথমে মেয়ে গিয়ে খোঁজে। খুঁজে না পেয়ে আমাকে এসে বলে। তারপর থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করি’।
Advertisement
এ দিকে কিশোর নিখোঁজের কথা জানতে পেরে তদন্তে নামে রহড়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, দুই মহিলার সঙ্গে হেঁটে যাচ্ছে অভয়। যদিও দুই মহিলার মুখ অস্পষ্ট হওয়ায় তাদের এখনও সনাক্ত করা যায়নি। তদন্ত চলাকালীন বুধবার সকালে টিটাগড়ের ভাগাড় থেকে উদ্ধার হয় কিশোরের দেহ। পরিবারকে দিয়ে দেহ শনাক্ত করানোর পর দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিনোদ নামে এক সন্দেহভাজনকে। তাকে জেরা করে খুনিদের নাগাল পেতে চাইছে পুলিশ।
Advertisement
Advertisement



