বাজার সেরে বাড়ি ফেরার পথে ট্রাকে চাকায় পিষ্ট বাবা-ছেলে। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার দেওয়ানবস এলাকায়। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে কী কারণে দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নাম মদন মণ্ডল (৫০) ও মৃদুল মণ্ডল (২৫)। তাঁরা নিশিগঞ্জের বাসিন্দা ছিলেন। সম্পর্কে বাবা-ছেলে মদন এবং মৃদুল রবিবার সকালে বাইক নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন। চালামারি এলাকা থেকে বাজার সারেন তাঁরা। এরপর বাইকে করে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। দেওয়ানবস এলাকা উল্টোদিক থেকে একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাইকের। বাবা-ছেলে মাটিতে পড়ে যান। ট্রাকের পিছনের চাকা তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই দু’জন মারা যান।
Advertisement
এদিকে এই দুর্ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার উপর দিয়ে বালিবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করে। রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে আগেও দাবি জানানো হয়েছিল। তারপরেও পুলিশের পক্ষ থেকে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। বেশ কিছুক্ষণ এলাকায় উত্তেজনা বজায় ছিল। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
Advertisement



