দক্ষিণ কলকাতার বহুতলের আগুনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল শুক্রবার দুপুরে। এ দিন বেলা দেড়টা নাগাদ আগুন লাগে মিন্টোপার্কের কাছে ৯ হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি আবসানে। স্থানীয় সূত্রে খবর, আবাসনের ছাদ সংলগ্ন স্টোর রুম থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা গ্রাস করে আবাসনের একাংশ। তড়িঘড়ি বের করে নিয়ে আসা হয় আবাসিকদের। তারপর দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন।
আবাসিকদের মতে, প্রথমে বৈদ্যুতিক তার পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই সবাই আগুন আগুন করে চিৎকার করতে থাকে। আবাসিকদের অনুমান, গিজার শর্ট সার্কিট হয়েই এই দুর্ঘটনা। তবে সময় মতো তাঁদের বের করে আনার ফলে হতাহতের খবর মেলেনি। আবাসনের যে অংশে আগুন লেগেছিল, তার কাছেই রয়েছে একাধিক নামী স্কুল এবং হাসপাতালে। ফলে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার দিকেও নজর রেখেছিলেন দমকল কর্মীরা। পরে আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় আগুন।
Advertisement
ঘটনাকে ঘিরে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে ফরেনসিক পরীক্ষা করা না পর্যন্ত কোনও কিছুই বলা সম্ভব নয় বলে দাবি তাঁদের।
Advertisement
Advertisement



