• facebook
  • twitter
Monday, 8 December, 2025

পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালের যাবতীয় ওষুধ বাজেয়াপ্ত করার নির্দেশ

পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্য শংকর ষড়ঙ্গী বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পাওয়ার পরেই প্রতিটি হাসপাতালকে সেই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে ।

প্রতীকী চিত্র

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৪ টি বিভিন্ন ধরনের ওষুধ বাজেয়াপ্ত করার জন্য রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর।  সেন্ট্রাল মেডিকেল স্টোরের ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ১৪ জানুয়ারি এই মর্মে এক জরুরী বিজ্ঞপ্তি জারি করেছেন ।
এই জরুরী বিজ্ঞপ্তিতে হাসপাতাল এবং ওয়ার্ড থেকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যাবতীয় মজুত রাখা ওষুধ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ডেক্সট্রোজ টেন পার্সেন্ট হাইপার টনিক,  লেভোফ্লক্সাসিন ইনফিউশন, ম্যানিটল ইনফিউশন , ওফ্লক্সাসিন ইনফিউশন, পেডিয়াট্রিক মেইন্টেনেন্স ইলেক্ট্রোলাইট সল্যুশন, প্যারাসিটামল ইনফিউশন , সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন, ডেক্সট্রোজ সলিউশন 5% , রিংগার ল্যাকটেট সলিউশন, রিঙ্গার সলিউশন সহ ১৪ টি ওষুধ । তালিকার ওষুধগুলি ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি নামে অন্য একটি কোম্পানি থেকে কেনার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্য শংকর ষড়ঙ্গী বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা পাওয়ার পরেই প্রতিটি হাসপাতালকে সেই নির্দেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে । ওষুধের একটা কৃত্রিম সংকট তৈরি হতে পারে । তবে সাত থেকে দশ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা মনে করছি।
খড়গপুর মহকুমা হাসপাতালের সুপার ডা:  ধীমান ব্যানার্জি বলেন, নির্দেশিকা অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যাবতীয় ওষুধ বাজেয়াপ্ত করেছি। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ স্বরূপ পাত্র বলেন, নির্দেশিকা পাওয়ার পরে আমরা পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালের ওষুধ বাজেয়াপ্ত করেছি ।

Advertisement

Advertisement