• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্রেডিট কার্ড: আজীবন বিনামূল্যের কার্ড নাকি বার্ষিক ফি-যুক্ত কার্ড, কোনটি ভালো?

ডেবিট কার্ড প্রায় সকলেই ব্যবহার করে থাকেন। কিন্তু আজকাল ব্যাঙ্কগুলি ডেবিট কার্ডের চেয়ে বেশি জোর দিচ্ছে ক্রেডিট কার্ডের ওপর।

ডেবিট কার্ড প্রায় সকলেই ব্যবহার করে থাকেন। কিন্তু আজকাল ব্যাঙ্কগুলি ডেবিট কার্ডের চেয়ে বেশি জোর দিচ্ছে ক্রেডিট কার্ডের ওপর। এখন প্রায় সবার ফোনেই প্রতিদিন গড়ে ৫ থেকে ৭টি ফোন আসে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য। নিজের ব্যাঙ্কের গ্রাহকের পাশপাশি বিভিন্ন ব্যাঙ্ক এখন অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদেরও ক্রেডিট কার্ড দিয়ে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে ফোনে লাইফটাইম ফ্রি কার্ড অফার করা হয়। অথচ আপনি ব্যাঙ্কে খোঁজ নিতে গেলে দেখতে পাবেন, সংশ্লিষ্ট শাখা থেকে আপনাকে বার্ষিক ফি-যুক্ত ক্রেডিট কার্ড নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

একটা সময় ছিল, যখন ক্রেডিট কার্ড পেতে কঠোর পরিশ্রম করতে হত। সরকারি ব্যাঙ্কগুলি ক্রেডিট কার্ডের সীমার সমান ফিক্সড ডিপোজিট (এফডি) করার পরেই এটি ইস্যু করত। একই সঙ্গে আপনি চাকরিজীবী কি না, আপনার মাসিক ইনকাম কত, আপনার স্যালারি স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট – এসবও দেখা হত। এখন অবশ্য এইসব শর্তও অনেকটা শিথিল হয়ে গিয়েছে। ছোটখাটো বেসরকারি চাকরি কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ক্রেডিট কার্ড পেয়ে যাচ্ছেন, তাও আবার বিনামূল্যে। ক্রেডিট কার্ড তৈরির জন্য মোবাইলে আসা বেশিরভাগ কলে আজীবন বিনামূল্যের ক্রেডিট কার্ড এবং ৩ থেকে ৫ লক্ষ টাকার সীমার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Advertisement

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, একদিকে আমরা আজীবন বিনামূল্যে ক্রেডিট কার্ড পাচ্ছি এবং অন্যদিকে কিছু কার্ডে আমাদের বার্ষিক ফি দিতে হবে। কোনটি বেশি লাভজনক? এক্ষেত্রে একটা কথা মাথায় রাখা উচিত। বিনামূল্যে যখন আপনাকে কার্ড দেওয়া হচ্ছে, তখন ব্যাঙ্ক নিশ্চয়ই বেশ কিছু কড়া শর্ত রেখেছে। প্রথমত, বিনামূল্যের ক্রেডিট কার্ডগুলির প্রায় সবকটির ক্ষেত্রেই আপনি এয়ারপোর্ট লাউঞ্জ ফেসিলিটি পাবেন না। অন্যদিকে বার্ষিক ৫০০ থেকে ১০০০ টাকা ফি যুক্ত কার্ডে বিভিন্ন কার্ডে, আপনি বছরে ৪টে লাউঞ্জ ফেসিলিটি পাবেন।

Advertisement

শুধু তাই নয়, আজকাল অনলাইন শপিংয়ের যুগে প্রায় সকলেই ই-কমার্স সাইট বা বিভিন্ন কোম্পানির বড় বড় শোরুম থেকে কেনাকাটা করেন। ফ্রি ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি ই-কমার্স সাইট এবং অন্যান্য জায়গায় অফার খুবই কম পাবেন বা পাবেনই না। একই সঙ্গে এই ক্রেডিট কার্ডগুলিতে আপনি খুব কমই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এছাড়া ফ্রি কার্ডগুলির ক্ষেত্রে বেশিরভাগ ক্রেডিট কার্ড প্রদানকারীরা বকেয়া অর্থ প্রদানে বিলম্বের ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা আদায় করে।

বার্ষিক ফি-তে ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাঙ্কগুলি ব্যাঙ্ক কর্তৃক প্রদত্ত ক্রেডিট সীমা ব্যয় করার জন্য রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকে। শুধু তাই নয়, যদি বকেয়া পরিমাণ সময়মতো পরিশোধ না করা হয়, তবে খুব সামান্য জরিমানা আরোপ করা হয়। এর সঙ্গে, আপনি ই-কমার্স সাইটগুলিতে এই সমস্ত ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা দুর্দান্ত অফার পেয়ে থাকেন। একটি কথা অবশ্যই মনে রাখা উচিত, ক্রেডিট কার্ড নেওয়ার আগে, আপনার আর্থিক অবস্থা সম্পর্কে পরীক্ষা করে নেওয়া উচিত। সামান্য সুবিধে পেতে গিয়ে যেন আপনাকে বড় অঙ্কের জরিমানার মুখে না পড়তে হয়, সেই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই ক্রেডিট কার্ড নেওয়া উচিত।

Advertisement