মালদহের হরিশ্চন্দ্রপুরে দুষ্কৃতী হামলা। ঘুমন্ত অবস্থায় বৃদ্ধ দম্পতির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র দিয়ে চলে এলোপাথাড়ি কোপ। তাতেই মৃত্যু হয় বৃদ্ধের। অন্যদিকে তাঁর স্ত্রী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানার কুশলপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ১০টা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছিলেন জসিমুদ্দিন শেখ (৭৮)। সেই অবস্থাতেই বাড়িতে ঢুকে তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। বৃদ্ধকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরির কোপ চালাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের।
Advertisement
অন্যদিকে গুরুতর আহত তাঁর স্ত্রী। তিনি মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, পাশের বাড়িতেই থাকে বৃদ্ধার ছেলে এবং বৌমা। যদিও তাঁরা রাতে কিছু জানতে পারেননি বলেই জানা গিয়েছে। ঘটনায় এলাকাবাসীর সন্দেহ বৃদ্ধার ছোট জামাই হামলার জন্য দায়ী।
Advertisement
সূত্রের খবর, ছয় মাস আগে বৃদ্ধার মেয়ের সঙ্গে বিয়ে হয় এক যুবকের। তবে বিয়ের পর থেকেই চলতে থাকে অশান্তি। সেই কারণে মেয়ে ফিরে আসে বাপের বাড়িতে। সেই রাগ থেকেই এই হামলা বলে অনুমান স্থানীয়দের। ঘটনার তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
Advertisement



