• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের রিপোর্টে নাকি দাবি করা হয়েছে, বেশ কিছু বাংলাদেশি বন্দি ভারতের জেলে আটকে থাকতে পারেন বলে বাংলাদেশের নানা মামলায় নথিভুক্ত আছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল চিত্র

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন যে একপ্রকার অসম্ভব তা মেনে নিয়েই এবার নয়া পদক্ষেপ মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। একাধিকবার ভারতের কাছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি-হুমকি জানিয়ে কোনও ফল না মেলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘গুম কাণ্ডে’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ইউনূস সরকার। খবর অনুসারে, সোমবার সরকারের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, টানা দেড় দশক বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেই সময় নিজের ক্ষমতা প্রয়োগ করে রাজনৈতিক প্রতিপক্ষদের গুম করে আটকে রাখা বা গুম করে খুন করানোর মতো নানান অপরাধ করেছেন তিনি। তবে শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই নয় এই ‘গুম কাণ্ডে’ ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে সরকার গঠিত কমিশন। বাংলাদেশের দাবি, ইউনূস সরকার জানতে পেরেছে এই গুম কাণ্ডে ‘ভারতও জড়িত’।

Advertisement

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের রিপোর্টে নাকি দাবি করা হয়েছে, বেশ কিছু বাংলাদেশি বন্দি ভারতের জেলে আটকে থাকতে পারেন বলে বাংলাদেশের নানা মামলায় নথিভুক্ত আছে।

Advertisement

গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কারের আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আশ্রয় নেন ভারতে। বাংলাদেশের শাসনক্ষমতা দখল করে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই দেশত্যাগী হাসিনার বিরুদ্ধে খুন-ষড়যন্ত্র সহ একাধিক মামলা দায়ের করেছে অন্তর্বর্তী সরকার। তাঁর বিরুদ্ধে মামলার বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Advertisement