• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে অভিনন্দন শুভেচ্ছা মমতা এবং অভিষেকের

বাংলা দলের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ফাইল চিত্র

সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানিয়েছেন দলের ভবিষ্যতের জন্যও। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রবি হাঁসদার দুরন্ত গোলে জয় নিশ্চিত হল, যিনি টুর্নামেন্টে সর্বাধিক ১৩টি গোল করে গোল্ডেন বুট পেয়েছেন। কোচ সঞ্জয় সেনকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক অর্জনের জন্য অভিনন্দন অধিনায়ক চাকু মান্ডি, পুরো দল, ম্যানেজমেন্ট, কোচিং এবং ট্রেনিং স্টাফদেরও। বাংলা ভারতীয় ফুটবলের কেন্দ্রস্থল হিসাবে উজ্জ্বল। সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে!’

বাংলা দলের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের নরহরি শ্রেষ্ঠ, রবিলাল মান্ডি, অয়ন মন্ডল, বিশাল দাস সহ ছ’জন ফুটবলার ছিলেন এবারের বাংলা দলে। তাঁদের মধ্যে চারজন মঙ্গলবার ফাইনালে প্রথম একাদশেও ছিলেন বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করেছেন অভিষেক।

Advertisement

তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলা ৩৩তম সন্তোষ ট্রফি জিতে আবারও ইতিহাসে নাম লেখাল। আমার কাছে ব্যক্তিগতভাবেও দারুণ অনুভূতি। আমার সবসময় চেষ্টা থাকে যাতে আমাদের খেলোয়াড়রা জাতীয় স্তরে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পান এবং দেশের জন্য সাফল্য আনতে পারেন। এই অসাধারণ জয়ের  জন্য কোচ সঞ্জয় সেন, ম্যানেজমেন্ট এবং ট্রেনিং স্টাফদের আমার  আন্তরিক অভিনন্দন।’

Advertisement

Advertisement