• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নাগেরবাজারে চুরি জোড়া রঙের দোকানে, লোপাট ৬ লক্ষ

নাগেরবাজারে শীতের রাতে পরপর দুটি রঙের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকদের দাবি, চুরি হওয়া টাকার পরিমাণ প্রায় ৬ লক্ষ।

lসিসিটিভি ফুটেজে চুরির ছবি ধরা পড়েছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিচিত কেউ জড়িত থাকতে পারে কি না, তা নিয়ে সন্দেহ করছেন দোকান মালিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। দোকান মালিকদের মতে, বৃহস্পতিবার ভোরে প্রথমে একটি দোকানের ছাদের গেটের গ্রিল কেটে ভেতরে ঢোকে চোর। সেখানে আলমারি ও দুটি ক্যাশ বাক্স ভেঙে, ৫০ হাজার টাকা নিয়ে সামনের গেট ভেঙে পালিয়ে যায়। এরপর পাশের একটি রঙের দোকানে ঢুকে, জানালার গ্রিল কেটে আলমারি ভেঙে সাড়ে পাঁচ লক্ষ টাকা চুরি করে।

Advertisement

এক দোকানের মালিক রাজীব দাস জানান, ‘সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লুঙ্গি পরা, মুখ ঢাকা মধ্যবয়সী একজন দোকানে ঢুকে চুরি করেছে। প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছে। একই সঙ্গে দুটি দোকানে চুরি হওয়ায় সন্দেহ হচ্ছে।’

Advertisement

অন্য দোকানের মালিক জানান, ‘পেমেন্টের টাকা দোকানে রাখা ছিল। জানালা ভেঙে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে গিয়েছে। মনে হচ্ছে, পাশের দোকানে যে চুরি করেছে, সেই একই ব্যক্তি এখানে চুরি করেছে। ১৯৯০ সাল থেকে ব্যবসা করছি, এমন ঘটনা আগে কখনও ঘটেনি।’

ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একটি তদন্তকারী দল ঘটনাস্থলে গিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, ফুটেজে একজনকে দেখা গেলেও চুরির সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement