ওপার বাংলার বাসিন্দা। ভারতে এসে আত্মগোপন। পুলিশের জালে ২ বাংলাদেশী। নদিয়ার হাঁসখালি থানার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার রামনগর এলাকা থেকে ২ বাংলাদেশীকে গ্রেপ্তার করে। অভিযোগ, বেআইনিভাবে ওই ২ জন বাংলাদেশী ভারতে প্রবেশ করে। সেই কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় চারজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
পুলিশ সূত্রে আরও খবর, চলতি মাসের ৮ তারিখ দু’জন বাংলাদেশী ভারতে কাজ করার উদ্দেশ্যে বেআইনীভাবে দালাল মারফত ভারতে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। রানাঘাট আদালতে ২ বাংলাদেশীকে তোলা হলে ২ জনকে চারদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
Advertisement
অন্য কোনো উদ্দেশ্যে রয়েছে কি না, বা এর পিছনে আর কোনও দালাল আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Advertisement



