২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর আলিপুরের ৪২সি রাজা সন্তোষ রোডের এক হোটেলে থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ। মৃতের নাম সুমনা মন্ডল (৩৮)। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে সুমনা।
পুলিশ সূত্রে খবর, মৃত সুমনা কসবার বাসিন্দা। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের কর্মী ওই মহিলার ১১ বছরের মেয়েও রয়েছে। মৃতার পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে সুমনা বেরিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ মেলেনি। বাড়ির লোক চিন্তিত হয়ে কসবা থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই ঘটনার পরেই শনিবার সকাল ১১টা নাগাদ হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হয় মহিলার নিথর দেহ। সূত্রের খবর, কাল হোটেলে ঢুকে আর বের হননি মহিলা। তবে সকালে ডাকাডাকির পরেও কোনও উত্তর না মেলায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। সেই মতো দরজা ভাঙতেই দেখা যায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন মহিলা। দ্রুত খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। হোটেল সূত্রে খবর, এ দিন মহিলা ঘরে ঢোকার পর তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসেননি। তিনি একাই ছিলেন। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে যাচাই করা হচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ।
Advertisement
Advertisement
Advertisement



