• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

মেদিনীপুরে ওয়েলফেয়ার ফোরামের ভ্যাকসিনেশন ক্যাম্প

উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবায়ন ঘড়ুই, ডাঃ অর্ণব শীট, সমাজসেবী সুব্রত রায়, সত্যব্রত রায় প্রমুখ বিশিষ্টজন।

ভ্যাকসিনেশন ক্যাম্পে অপেক্ষারত মানুষেরা। নিজস্ব চিত্র।

৪ই ডিসেম্বর,বুধবার মেদিনীপুরের সমাজকল্যাণমূলক সংস্থা সোশ্যাল ওয়েলফেয়ার ফোরাম ও নবোদয় ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিকের উদ্যোগে শহরের কেরানিতলায় পলিক্লিনিক চত্বরে নিউমোনিয়া ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হল। শতাধিক মানুষ এই ক্যাম্পে ভ্যাকসিন নেন, যাঁদের অধিকাংশই ছিলেন প্রবীণ। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবায়ন ঘড়ুই, ডাঃ অর্ণব শীট, সমাজসেবী সুব্রত রায়, সত্যব্রত রায় প্রমুখ বিশিষ্টজন।

মেদিনীপুরের সোশ্যালওয়েল ফেয়ার ফোরামের সাধারণ সম্পাদক নিত্যানন্দ পান্ডা জানালেন, তাঁদের ওয়েলফেয়ার ফোরামের বেশির ভাগ সদস্য প্রবীণ হলেও সারা বছর রক্তদান, থ্যালাসেমিয়া নির্ণয় ক্যাম্প, ভ্যাকসিন ক্যাম্প, গরীব ছাত্রদের পুস্তকদান, পিছিয়ে পড়া গ্রামবাসীদের বস্ত্র দান করে থাকেন। গত জানুয়ারি ও এপ্রিল মাসেও এই ফোরাম নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ক্যাম্পের ব্যবস্থা করেন। আজকের এই নিউমোনিয়া ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠানে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Advertisement

Advertisement

Advertisement