• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অন্ধ্রপ্রদেশে ওয়াকফ বোর্ড ভেঙে দিল চন্দ্রবাবুর নেতৃত্বাধীন এনডিএ সরকার

মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন জোট সরকার ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও পরিচালনা এবং সংখ্যালঘুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান ফারুক।

ফাইল চিত্র

অন্ধ্রপ্রদেশে রাজ্য ওয়াকফ বোর্ড ভেঙে দিল চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন এনডিএ সরকার। যা আগের সরকার কর্তৃক মনোনীত হয়েছিল।  এ বিষয়ে গত ৩০ নভেম্বর রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগ একটি সরকারি আদেশ জারি করে। গত বছরের অক্টোবরে জারি করা জিও প্রত্যাহার করে এই ওয়াকফ বোর্ড গঠন করা হয়।

জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে ওয়াইএসআর কংগ্রেস পার্টির তৎকালীন সরকার ১১ সদস্যের ওয়াকফ বোর্ড গঠন করেছিল। তাঁদের মধ্যে তিনজন নির্বাচিত সদস্য ছিলেন এবং বাকিরা মনোনীত হয়েছিলেন। এই ওয়াকফ বোর্ড গঠনের প্রক্রিয়াটিকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনে, অন্ধ্র প্রদেশ হাইকোর্ট ২০২৩ সালের ১ নভেম্বর রাজ্য ওয়াকফ বোর্ডের সভাপতির নির্বাচন স্থগিত করে দেয়।

Advertisement

শনিবার জারি করা সরকারি আদেশ নম্বর ৭৫-এ উল্লেখ করা হয়েছে যে, রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্ডের দীর্ঘমেয়াদী অকার্যকারিতা এবং জিও-র বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা রিট পিটিশনগুলির বকেয়া সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যার উদ্দেশ্য মামলা-মোকদ্দমার সমাধান এবং প্রশাসনিক শূন্যতা রোধ করা।

Advertisement

রাজ্যের সংখ্যালঘু কল্যাণ বিভাগের সচিব কাটি হর্ষবর্ধন সর্বশেষ বলেছেন যে, হাইকোর্টের পর্যবেক্ষণগুলি যত্ন সহকারে বিবেচনা করার পরে এবং সুশাসন বজায় রাখা, ওয়াকফ সম্পত্তির সুরক্ষা এবং ওয়াকফ বোর্ডের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার স্বার্থে সরকার জিও প্রত্যাহার করে।

এদিকে, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ ফারুক এক বিবৃতিতে বলেছেন, জোট সরকার পূর্ববর্তী সরকারের জারি করা জিও প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু কেন এই প্রত্যাহার? এপ্রসঙ্গে ফারুক বলেন, ওয়াকফ বোর্ডের সদস্যদের মনোনয়নকে চ্যালেঞ্জ করে কিছু ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট সভাপতির নির্বাচন স্থগিত করার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে।

তিনি বলেন, আইনি সমস্যার কারণে ওয়াকফ বোর্ডের কার্যকারিতায় শূণ্যতা ছিল এবং তা কাটিয়ে উঠতে জোট সরকার আগের জিও প্রত্যাহার করে নতুন জিও জারি করেছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন জোট সরকার ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও পরিচালনা এবং সংখ্যালঘুদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান ফারুক।

প্রসঙ্গত গত সেপ্টেম্বরে জোট সরকার অন্ধ্রপ্রদেশ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে টিডিপি নেতা শেখ আব্দুল আজিজকে নিযুক্ত করে।নেল্লোরের প্রাক্তন মেয়র আবদুল আজিজ বর্তমানে নেল্লোর সংসদীয় কেন্দ্রের টিডিপির সভাপতি। কার্যত পূর্ববর্তী সরকার কর্তৃক গঠিত ওয়াকফ বোর্ড ভেঙে দিলে আবদুল আজিজের নেতৃত্বে নতুন বোর্ড গঠনের পথ পরিষ্কার হয়ে যাবে।

Advertisement