• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

অপরাজিতা বিলের সমর্থনে পূর্ব বর্ধমানে মহিলাদের মিছিল

অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়ে মিছিল ও পথসভায় সামিল হলেন মহিলারা।

অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা জুড়ে মিছিল ও পথসভায় সামিল হলেন মহিলারা। সবচেয়ে বড় প্রতিবাদ সভা হয় জামালপুর ও পূর্বস্থলীতে। কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা মিছিলে যোগ দেন। দু’জায়গাতেই জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামালপুরে ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল হয়, সেই মিছিলে কয়েক হাজার মহিলা সদস্য যোগ দেন ১৩টি অঞ্চল থেকে।

মিছিল ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে শুরু হয়ে জামালপুর পরিক্রমা করে বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় শেষ হয়। সেখানে একটি পথসভা করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। মিছিলে নেতৃত্ব দেন জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা, শোভা দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, গোষ্ঠীর ব্লকের নেত্রী ঝর্ণা বেগম শেখ সহ মহিলা প্রধান ও উপ-প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যারা।

Advertisement

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই হয় মিছিল। উপস্থিত মহিলা নেত্রীরা কেন্দ্র সরকারের গায়ের জোরে এই অপরাজিতা বিল আটকে রাখার তীব্র প্রতিবাদ করেন। বলা হয়,যদি অবিলম্বে এই বিল আইনে পরিণত না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে পশ্চিমবঙ্গের মহিলারা। একই সঙ্গে এদিন কালনার পূর্বস্থলী ব্লকে মহিলাদের প্রতিবাদ মিছিল বের হয়। ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ অন্যান্যরা। মিছিল শেষে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়।

Advertisement

Advertisement