• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পুলিশের তৎপরতায় নাবালিকা উদ্ধার

প্রেমিকের হাত ধরে সুরাটে পালিয়ে গেলেও চাইল্ড লাইন ও কালনার নাদনঘাট থানার তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করলো পুলিস।

ফাইল চিত্র।

প্রেমিকের হাত ধরে সুরাটে পালিয়ে গেলেও চাইল্ড লাইন ও কালনার নাদনঘাট থানার তৎপরতায় নাবালিকাকে উদ্ধার করলো পুলিস। উদ্ধার হওয়া নাবালিকাকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়। চাইল্ড লাইন ও পুলিস সূত্রে জানা গেছে, দিন পাঁচেক আগে নাদনঘাট থানা এলাকার দশম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। নাবালিকার পরিবার, আত্মীয় পরিজন চারিদিকে খোঁজ করেও মেয়ের সন্ধান পাননি।

এরপর নাবালিকার পরিবার নাদনঘাট থানা ও জেলা চাইল্ড লাইনের দ্বারস্থ হয়। চাইল্ড লাইনের আধিকারিকরা জানতে পারেন, পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে নাবালিকা চলে গেছে। এরপর চাইল্ড লাইনের প্রতিনিধিরা যুবকের বাড়িতে পৌঁছায়। যুবকের বাড়িতে তালা বন্ধ থাকায় ফোনে ওই যুবকের পরিবারের সঙ্গে তাঁরা কথা বলেন। তাঁরা জানতে পারেন যুবক ও নাবালিকা সুরাটে চলে গেছে। পরে পরিবারের লোকজন কে চাপ দিলে ওই যুবক নাবালিকাকে ফিরিয়ে আনে।

Advertisement

Advertisement

Advertisement