• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রায় বেশ কিছু ছাত্র-ছাত্রীর পাশে থাকার এই সংকল্প ভাবনাটিকে সফল করতে এদিন এগিয়ে এসেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সভাপতি সরোজ দে সহ অন্যান্য কর্মীরা।

নিজস্ব চিত্র

শিক্ষা আনে চেতনা। আর সেই চেতনার দায়েই যেন এক আনন্দের আমন্ত্রণ। শিশুদিবসের প্রাক্কালে এমনই এক আনন্দের ছবি ফুটে উঠলো বিক্রমগড় গভঃ স্পনসর্ড হাই স্কুলের অন্দরে। যেখানে সর্বজনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বড়বাজার শ্রীদাহমি মাতা প্রচার সমিতির সম্পাদক ললিত খেমকা, শম্ভু দয়াল গুপ্তা, নন্দকিশোর সানগানেরিয়া, গৌতম শর্মা, মায়া আগরওয়াল, শ্বেতা সানগানেরিয়া, সুনীতা আগরওয়াল সহ অন্যান্য সদস্যদের স্কুলেরই ৮০ জন ছাত্রছাত্রীর হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে দেখা যায়।

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা প্রায় বেশ কিছু ছাত্র-ছাত্রীর পাশে থাকার এই সংকল্প ভাবনাটিকে সফল করতে এদিন এগিয়ে এসেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সভাপতি সরোজ দে সহ অন্যান্য কর্মীরা। যদিও অপরাহ্নের আলোতে শিশু দিবসের এই ছবিটি উজ্জ্বল হয়ে ওঠে প্রধান শিক্ষক ড. তপন দে-র আন্তরিক উদ্যোগে।

Advertisement

Advertisement

Advertisement