কাকভোরে ভেড়িতে চলল গুলি! আহত এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোমবার, উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর কালুপুর অঞ্চলের একটি মাছের ভেড়িতে। তদন্তে নেমেছে পুলিশ।
সূত্র মোতাবেক খবর, সোমবার ভোরবেলা বনগাঁর কালুপুরের মাছের ভেড়ি থেকে ফিরছিলেন অসিত অধিকারী নামক ওই ব্যবসায়ী। তাঁর বাড়ি বনগাঁর বক্সীপল্লী অঞ্চলে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, অসিত বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত আততায়ী তাঁর উপর গুলি চালায়। বাইকে করে এসেছিল ওই আততায়ী। মোট দুটো গুলি চালানো হয়, যার একটি অসিতের পিঠে লাগে।
Advertisement
আততায়ীর আঘাতে আহত অসিতকে সঙ্গে সঙ্গে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে কলকাতার হাসপাতালে ট্রান্সফার করা হয়।
Advertisement
এই হামলার কারণ এখনও জানা যায়নি। পুলিশি তদন্ত বহাল রয়েছে। বনগাঁ থানায় জমা পড়েছে অভিযোগ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। আততায়ীর খোঁজ চলছে।
Advertisement



