আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ইরানের এক নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ। তবে সেই অভিযোগ নস্যাৎ করেছে ইরান। ইরানের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ ‘মিথ্যা প্রচার’ বলে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে আমেরিকা ও ইরান, এই দুই দেশের সম্পর্ক মজবুত করার ডাক দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী।আমেরিকার বিচার বিভাগ অভিযোগ করেছে, ইরানের কর্মকর্তারা ফরহাদ শাকেরি নাম এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছিলেন। সেইসঙ্গে তাঁকে আমেরিকা ও ইজরায়েলের নাগরিকদের উপর হামলা চালানোর দায়িত্বও দেওয়া হয়েছিল। শাকেরিকে আফগান নাগরিক হিসেবেও উল্লেখ করা হয়েছে, যিনি বর্তমানে তেহরানে বসবাস করছেন। ২০০৮ সালে আমেরিকায় দীর্ঘদিনের কারাদণ্ড শেষ হওয়ার পর তাঁকে দেশে পাঠানো হয়েছিল। ইরানের বিদেশমন্ত্রীর দাবি, ট্রাম্পের হত্যার পরিকল্পনা কষার অভিযোগে ধৃত ব্যক্তির বাস্তবে কোনও অস্তিত্বই নেই। বিশেষজ্ঞ মহলের অনুমান, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাম্প্রতিক পরিস্থিতিতে এখন সুর নরম করছে ইরান।
Advertisement
Advertisement
Advertisement



