• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কলকাতা থেকে হাওড়া পর্যন্ত গঙ্গার নিচে তৈরি হবে সুড়ঙ্গপথ

সুড়ঙ্গটি মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার জন্য তৈরি হবে বলে জানা গিয়েছে। 'প্রধানমন্ত্রী গতিশক্তি' প্রকল্পের অধীনেই এটি তৈরি হবে।

প্রতীকী চিত্র।

গঙ্গার নিচ দিয়ে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত শুরু হয়েছে মেট্রোর যাত্রা। এবার গঙ্গার নিচে ট্রাক চলাচলের সুড়ঙ্গ তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী বছর থেকে শুরু হবে সুড়ঙ্গ তৈরির কাজ। এই নিয়ে রাজ্যের সঙ্গে সব আলোচনাও সেড়েছে কেন্দ্র। তবে সুড়ঙ্গের কাজ শেষ হতে কতদিন সময় লাগবে তা এখনও জানা যায়নি। এই সুড়ঙ্গ তৈরি হলে হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর উপর যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে যানজটের সমস্যাও মিটবে। আগামী বছর থেকেই প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে জানা গিয়েছে। এ নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রের।

সুড়ঙ্গটি মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাওয়ার জন্য তৈরি হবে বলে জানা গিয়েছে। ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের অধীনেই এটি তৈরি হবে। ২০২২ সালেই এই পরিকল্পনা করা হয়েছিল। চলছিল পরীক্ষানিরীক্ষা। সেই কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এর রিপোর্ট জমা পড়েছে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকে। মন্ত্রকে প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘আপাতত যা ঠিক হয়েছে, তাতে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে ওই প্রকল্পের জন্য। মোট ১৫ কিলোমিটার রাস্তা হবে। তার মধ্যে ৮ কিলোমিটার থাকবে সুড়ঙ্গপথ।’ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরই শান্তনু সুড়ঙ্গপথের প্রস্তাব দিয়েছিলেন।

Advertisement

 

Advertisement

শান্তনু ঠাকুর আরও বলেন, ‘শহরে কোনও ট্রাক না ঢুকলে যানজট অনেকটাই কমবে। আর শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের জন্যই গুরুত্বপূর্ণ হবে ওই সুড়ঙ্গ। যা পরিকল্পনা, তাতে ভিনরাজ্য তো বটেই, রাজ্যেরও সর্বত্র সহজে পৌঁছে যাওয়ার জন্য সংযোগকারী রাস্তা তৈরি এই পরিকল্পনার মধ্যে রয়েছে।’

Advertisement