চলতি পথে অনেকেই অনেক কিছু হারিয়ে ফেলেন। টাকা, গহনা থেকে শুরু করে মূল্যবান নথিপত্র। কিন্তু যে সেটা পান, তিনি সৎ হলে অবশ্যই সেই কুড়িয়ে পাওয়া জিনিসটা মালিককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর অসৎ হলে বেমালুম তা আত্মসাৎ করে ফেলেন। এরকম অনেক রিকশাওয়ালা, ক্যাব বা ট্যাক্সি চালক থেকে শুরু করে সাধারণ পথচারী হারিয়ে যাওয়া জিনিস ফেরত দিয়ে বারবার সততার পরিচয় দিয়েছেন। এবার নজির গড়ল কলকাতা মেট্রোরেল। আরও একবার প্রশংসিত হল মেট্রোর সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা।
জানা গিয়েছে, এই হারিয়ে যাওয়ার ঘটনা কবি সুভাষ মেট্রো স্টেশনে। এক ব্যক্তির হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিল মেট্রো স্টেশন কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে গত ৩১ অক্টোবর সকাল সাড়ে এগারোটা নাগাদ। এদিন কবি সুভাষ মেট্রো স্টেশনে একজন কর্তব্যরত আরপিএফ কর্মী স্ক্যানার মেশিনের কাছে পড়ে থাকা একটি ব্যাগ উদ্ধার করেন। তিনি সেটি উদ্ধার করে স্টেশন মাস্টারের অফিসে জমা দেন। সেখানে ব্যাগটি খুলতেই দেখা যায়, ব্যাগের ভিতরে বেশ কিছু মূল্যবান সামগ্রী রয়েছে। এবং যে ব্যক্তির ব্যাগ হারিয়ে গিয়েছিল, তাঁর কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য মেট্রো রেলের তরফ থেকে সেটি বিভিন্নভাবে প্রচার করা হয়।
Advertisement
ঘটনার বেশ কিছুক্ষণ পর সেই বার্তা পেয়ে ব্যাগের মালিক পৌঁছে যান কবি সুভাষ মেট্রোর স্টেশন মাস্টারের অফিসে। সেখানে গিয়ে তিনি ব্যাগটি নিজের বলে দাবি করেন। এরপর তিনি জিনিসপত্র সমেত ব্যাগটি সংগ্রহ করেন। তবে ব্যাগ এবং জিনিসপত্রগুলো যে তাঁর, তা নিয়ম মেনে উপযুক্ত প্রমাণ সহ খতিয়ে দেখার পরে ওই ব্যক্তির হাতে হস্তান্তর করে কর্তৃপক্ষ। ঘটনায় তিনি কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের যথেষ্ট কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Advertisement
Advertisement



