ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। সুন্দরের হাতের যাদুতে প্রথম দিনেই নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২৫৯ রানে। ভারতীয় দলে তিন বছর দেখা ছিল না তামিলনাড়ুর ওয়াশিংটন সুন্দরকে। বেঙ্গালুরুর মাঠে প্রথম টেস্টে লজ্জার হারে ভারতীয় দল হেরে যাওয়ার পরে ডাক আসে ওয়াশিংটন সুন্দরের। আর সুযোগ পেয়েই নিজের দক্ষতাকে প্রকাশ করে প্রতিপক্ষ দলের সাত ক্রিকেটারকে প্যাভেলিয়নে ফেরত পাঠিয়ে দেন। নির্বাচকদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিলেন, এতদিন তাঁকে সুযোগ না দিয়ে ভুল করা হয়েছিল।
যেমন প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মা। ভুল করেছিলেন বৃষ্টিভেজা উইকেটে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। টসে জিতে ব্যাট করা নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন। আর বৃহস্পতিবার পুণের মাঠে ওয়াসিংটন সুন্দর অসাধারণ বোলিংয়ে ভারতকে প্রথম পদক্ষেপে বেশ কিছুটা এগিয়ে রাখলেন। নিঃসন্দেহে দ্বিতীয় টেস্টে সঠিস সিদ্ধান্ত ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়া। এই দুই খেলোয়াড়ও ডানহাতি অফস্পিনার। আবার বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে সুন্দর ও অশ্বিন সফল। এই দুই খেলোয়াড় ভারতীয় দলকে হতাশ করেননি। ওয়াশিংটন সুন্দর সাতটি উইকেট তুলে নিয়েছেন। আর তিনটি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের শেষে ভারত ১ উইকেটে ১৬ রান করেছে।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম নাথাম। তবে অধিনায়ক নাথামের সিদ্ধান্তে কোনও ভুল নেই। আসলে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে খেলাটা বেশ কঠিন হয়ে যাবে।
Advertisement
তবুও বলতে দ্বিধা নেই নিউজিল্যা্ডের কাছে এখন ভয়ের কারণ হিসেবে দাঁড়িয়ে পড়েছেন ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ড দলে পাঁচজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন। দুই ওপেনার অধিনায়ক টম নাথাম ও ডেভন কনওয়েকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। আর তিন বাঁহাতি ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার ও আজাজ প্যাটেল শিকার হন ওয়াশিংটন সুন্দরের হাতে। সুন্দরের সাতটি উইকেটের মধ্যে রয়েছে পাঁচটি বোল্ড আর একজন আউট হয়েছেন এলবিডব্লু। আর অন্যজন আউট হন ক্যাচ তুলে দিয়ে। আসলে ওয়াশিংটনের বলের লাইন বুঝতে না পেরে নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা সমস্যায় পড়েন। এর আগে ওয়াশিংটন ভারতের হয়ে চারটি টেস্ট খেলেছেন। তাঁর দখলে ছিল ৬ উইকেট। আর পুণের মাঠে একদিনেই সাতটি উইকেট তুলে নিয়ে নজির গড়লেন। ওয়াশিংটন এদিন ৫৯ রানের বিনিময়ে ৭টি উইকেট পান।
Advertisement
এখানে উল্লেখ করা যেতে পারে, ওয়াশিংটনের দুরন্ত বোলিংয়ে মাত্র ৬২ রানে নিউজিল্যান্ডের সাতটি উইকেট পড়ে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম ১৫ রান করে অশ্বিনের বলে বোল্ড আউট হন। তবে ডেভন কনওয়ে কিছুটা গুছিয়ে খেলে ৭৬ রান করেন। তিনি ১১টি বাউন্ডারি মারেন। কনওয়ের উইকেটটা তুলে নেন অশ্বিন। রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে যোগ হয় ৬৫ রান। তিনি ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। তিনি খেলেছেন ১০৫টি বল। মেরেছেন একটি ছক্কা ও ৫টি বাউন্ডারি। তারপরে অন্য ব্যাটসম্যানরা সেইভাবে রান করতে পারেননি। একমাত্র এম স্যান্টনার ৩৩ রান উপহার দিয়েছেন। নিউজিল্যান্ড ৭৯.১ ওভারে ২৫৯ রানে ইনিংস শেষ করে। তার জবাবে ভারতীয় দল খেলতে নেমে ১ উইকেট হারিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে মাঠে নামেন। রোহিত শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যান। উইকেটে রয়েছেন যশস্বী জয়সওয়াল ৬ রানে এবং শুভমন গিল ১০ রানে। দ্বিতীয় দিনে ভারতকে আরও বেশি সচেতন হয়ে খেলতে হবে। তাড়াহুড়ো করে খেলতে গেলে বিপদ আসতে পারে। এখন ভারত ২৪৩ রানে পিছিয়ে আছে। এই ভাবনাতেই মোকাবিলা করতে হবে প্রতিপক্ষ দলের বোলারদের সঙ্গে।
Advertisement



