এলাকার দুর্গোৎসবের বিভিন্ন পুজো কমিটিগুলির হাতে শারদ সম্মান তুলে দিল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের চকদিঘী গ্রাম পঞ্চায়েত। বুধবার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, চকদিঘী পঞ্চায়েতের প্রধান আসিমা বাগ, উপ-প্রধান পার্থ প্রতিম শিট, পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামো সঞ্চালক আজাদ রহমান সহ অন্যান্যরা। মূলত মণ্ডপ সজ্জা, প্রতিমা ও পরিবেশের উপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মণ্ডপ সজ্জায় প্রথম পুরস্কার দেওয়া হয় চকদিঘী মিলন সংঘকে, দ্বিতীয় সোনারগরিয়া তরুণ সংঘ ও তৃতীয় উত্তরশুঁড়া সর্বজনীন দুর্গাপুজো। প্রতিমাতে প্রথম কুবাজপুর সর্বজনীন দুর্গাপুজো। দ্বিতীয় ধাপধারা তরুণ সংঘ এবং যুগ্মভাবে তৃতীয় ধাপধারা সর্বজনীন ও ভৈরবপুর সর্বজনীন। এছাড়াও সেরা পরিবেশ ও দুটি মহিলা পরিচালিত পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। মেহেমুদ খান বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যেগের তিনি প্রশংসা করছেন। এর আগে জৌগ্রাম পঞ্চায়েত শারদ সম্মান দিয়েছে। আজাদ রহমান বলেন, তাঁরা এ বছর প্রথম শারদ সম্মান দেওয়া শুরু করলেন। এর পর থেকে প্রতি বছরই এই শারদ সম্মান দেওয়া হবে।
Advertisement
Advertisement



