• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আবার মাঠে ফিরতে চলেছেন ডেভিড ওয়ার্নার!

আগামী ২২ নভেম্বর ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করতে যাচ্ছে। রোহিত শর্মাদের চাপে রাখার জন্য অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে চান ডেভিড ওয়ার্নার।

আগামী ২২ নভেম্বর ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফর করতে যাচ্ছে। সেই সফরে রোহিত শর্মাদের চাপে রাখার জন্য অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে চান ডেভিড ওয়ার্নার। এখানে উল্লেখ করা যেতে পারে, বেশ কিছুদিন আগেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তার আগে চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু আগামী বছর জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য অস্ট্রেলিয়া ও ভারতের টেস্ট সিরজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সিরিজে অবসর ভেঙে খেলার জন্য ডেভিড ওয়ার্নার প্রস্তুত রয়েছেন। তবে ওয়ার্নার জানিয়েছেন, দলের জন্য তাঁকে যদি প্রয়োজন হয়, অবশ্যই খেলতে তিনি তৈরি রয়েছেন। শুধু নির্বাচকদের কাছ থেকে একটা ফোন পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার জন্য তিনি শেফিল্ড শিল্ডেও খেলতে রাজি। এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছরে সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের পরে পাঁচদিনের ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ১১২টি টেস্টে ৪ হাজার ৭৮৬ রান করেছেন। বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ৩৩৫। রয়েছে ২৬টি শতরান।
উসমান খোয়াজার সঙ্গে এখনও ওয়ার্নারের বিকল্প হিসেবে সেইভাবে কাউকেই খুঁজে পাওয়া যায়নি অস্ট্রেলিয়া দলে। ওয়ার্নার অবসর নেওয়ার পর এখন ওপেনার হিসেবে মাঠে নামছেন স্টিভ স্মিথ। সেই অর্থে স্টিভ স্মিথ ওপেনার হিসেবে স্পেশালিস্ট নন। ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়া ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দু’টি এবং নিউজিল্যান্ডে গিয়ে তিনটি টেস্ট সিরিজ খেলেছে। এই পাঁচটি টেস্টে খোয়াজার সঙ্গে ওপেন করেছেন স্টিভ স্মিথ। ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরান করলেও ওপেনার স্মিথ সেইভাবে নজর কাড়তে পারেননি। তখন ওয়ার্নারের উত্তরসূরি হিসেবে ভাবা হয়েছিল ক্যামরন বেনক্রাফ্ট, মার্কস হ্যারিস ও ম্যাচ ম্যাট রানশোর নাম। কিন্তু তাঁদের কারওর উপরেই সেইভাবে ভরসা রাখতে পারেননি অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তাই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে। সেই কারণেই অনেকেই আশা করছেন, অস্ট্রেলিয়া দল ডেভিড ওয়ার্নারের উপরে নির্ভর করতে পারে দলে ফিরিয়ে আনতে।

Advertisement

Advertisement