নাবিক প্রশিক্ষণের প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

দেশে তৈরি বড় মালবাহী জাহাজগুলিতে দক্ষ কর্মী নিয়ােগের জন্য অবিলম্বে একটি নাবিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Written by SNS Kolkata | July 8, 2019 1:44 pm

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

দেশে তৈরি বড় মালবাহী জাহাজগুলিতে দক্ষ কর্মী নিয়ােগের জন্য অবিলম্বে একটি নাবিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইউরােপীয় দেশগুলির মতাে একই মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে সরকারের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে। কারণ সংশ্লিষ্ট সময়ে ভারতে ২০০ থেকে ৬০০ টন পণ্য পরিবহণযােগ্য জাহাজ নির্মিত হচ্ছে।

বােম্বেতে সরকারি সহায়তায় নাবিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে বলে ঘােষণা করা হয়েছে সংশ্লিষ্ট জাহাজগুলিতে দক্ষকর্মীর অভাব মেটাতেই। এজন্য সরকার ইতিমধ্যেই একটি কমিটি নিয়ােগ করেছে এবং অবিলম্বে কমিটিকে তাদের রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

যাতে বেসরকারি জাহাজগুলিতেও কর্মীরা একই হারে পারিশ্রমিক পায় তার জন্য প্রয়ােজনীয় শংসাপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট কমিটিতে বােম্বে পাের্ট অফিসার এবং শিপিং মাস্টার, বােম্বে স্টিম নেভিগেশন কোম্পানির এফ সি অ্যানেসলে, মঘুল লাইনের মেরিন সুপারিনটেনডেন্ট এফ এল বার্ণেল প্রমুখ রয়েছেন।

কমিটি নাবিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য উপযুক্ত স্থান এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য যাবতীয় ব্যয়ের বিস্তারিত সরকারের নিকট দাখিল করবে।