• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বজবজ হত্যা মামলা

আলিপুর অতিরিক্ত সেশন জজ এ ই জি দুবল স্ত্রী হত্যার দায়ে রবিরাম পদ নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

আলিপুর অতিরিক্ত সেশন জজ এ ই জি দুবল স্ত্রী হত্যার দায়ে রবিরাম পদ নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন।

উল্লেখ্য, রবিরাম পদ ও মাটো দাসী দুজনে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতেন। কিছুদিন যাবত মাটো দাসীর অন্য পুরুষের সঙ্গ করার অভিযােগে দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল।

Advertisement

ঘটনার দিন রবিরাম পদ ও মাটো দাসীর বিবাদ চরম আকার নেয়। রবিরাম পদ একটি ধরাল ছুরি দিয়ে মাটো দাসীকে কয়েকবার মুখে বুকে পেটে আঘাত করে।

Advertisement

গুরুতর আহত অবস্থায় মাটো দাসী ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। প্রচুর রক্তক্ষরণের ফলে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

ঘটনার আকস্মিকতায় রবিরামও কিংকর্তব্যবিমূঢ় হয়ে নিজের গলাতেও ছুরি চালিয়ে দেয়। তার গলার ক্ষত থেকেও প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

প্রতিবেশীরা রবিরাম ও মাটো দাসীর ঝগড়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপদের আঁচ করে তাদের দেখতে আসে। উভয়কেই প্রতিবেশীরা গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ উভয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মাটো দাসীকে মৃত বলে ঘােষণা করেন।

রবিরামের দীর্ঘদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাকে পুলিশ গ্রেফতার করে কয়েদ করে।

এরপর তার বিচার শুরু হয় দীর্ঘ শুনানির পর বিচারকরা সমবেতভাবে রবিরামকে দোষী সাব্যস্ত করেন। বিচারে তার যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়।

Advertisement