পুজোর সময়ে বেলুড় মঠে প্রবেশ নিষেধ

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে দুর্গাপুজো শুরুর পর থেকে এই প্রথম দর্শণার্থী ঢােকা নিষিদ্ধ করা হয়েছে. করােনা আবহে

Written by SNS Belur | October 14, 2020 2:10 am

বেলুড় মঠ। (Photo: IANS)

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠে দুর্গাপুজো শুরুর পর থেকে এই প্রথম দর্শণার্থী ঢােকা নিষিদ্ধ করা হয়েছে. করােনা আবহের কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে মঠের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে।

মঠে স্বামী বিবেকানন্দ প্রথম ১১৯ বছর আগে দুর্গাপুজো শুরু করেন ১৯০১ সালে। এবার পুজো হবে মন্দির সংলগ্ন নাটমন্দিরের ভিতর। অন্যবার মন্দির সংলগ্ন মাঠে অস্থায়ী ম্যাপ বেঁধে পুজো হয়ে থাকে। কুড়ি বছর ধরে এটাই চলে আসছে।

এবারও মহাষ্টমী তিথিতে আট বছরের কম বয়সী এক বালিকাকে দুর্গা হিসেবে কুমারী পুজো করা হবে। সেখানে শিশুকন্যা ও তার পিতা মাতাকে কোভিড পরীক্ষা করেই মঠে ঢােকানাে হবে। পুজোর যাবতীয় আচার অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে এবং ২১-২৬ অক্টোবর পর্যন্ত পঞ্চমী থেকে দশমী ইউটিউবেও দেখানাে হবে।