কেন্দ্রের পাশে আইটিসি

করােনার দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশ। দৈনিক গড়ে লক্ষের বেশি ব্যক্তি করােনা সংক্রমণের শিকার। মারা যাচেছ হাজার হাজার ব্যক্তি। গনচিতায় পুড়ছে লাশ।

Written by SNS Kolkata | April 25, 2021 2:18 pm

প্রতিকি ছবি (Photo: IANS)

করােনার দ্বিতীয় ঢেউতে বেসামাল দেশ। দৈনিক গড়ে লক্ষের বেশি ব্যক্তি করােনা সংক্রমণের শিকার। মারা যাচেছ হাজার হাজার ব্যক্তি। গনচিতায় পুড়ছে লাশ। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে বেডের অকাল, সেইসাথে অক্সিজেনের ঘাটতি।

অক্সিজেনের অভাবে প্রতিদিন রােগীদের মৃত্যু ঘটছে। দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তুলােধুনাে করেছে ইতিমধ্যেই। এতে কিছুটা তৎপরতা এসেছে সরকারের মধ্যে।

তবে টাটার পর আইটিসি সংস্থা দেশের অক্সিজেন ঘাটতি মিটাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে এবার। তারা বিদেশ থেকে ২৪ টি ক্রায়ােজেনিক ট্যাংক উড়িয়ে আনবে বলে টুইট করে জানিয়েছে।

পাশাপাশি দেশের তেলেঙ্গানার ভ প্রচলম এলাকায় অক্সিজেন সেন্টার গড়বে বলে জানিয়েছে। অক্সিজেনের অভাবে শয়ে শয়ে রােগী মারা যাচ্ছে। কেন্দ্র সরকারের সাথে বিভিন্ন রাজ্য সরকারের বিরােধ শুরু হয়েছে।

দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব, পশ্চিমবাংলার রাজ্য সরকার গুলি করােনা মােকাবিলায় কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ। কেন্দ্র সরকার বায়ুসেনার সাহায্যে জার্মান থেকে ২৩ টি মােবাইল অক্সিজেন প্লান্ট আনছে।

এছাড়া ব্রিটেন আমেরিকা থেকে অক্সিজেন আনার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। ঠিক এইরকম পরিস্থিতিতে কেন্দ্রের পাশে টাটার পাশাপাশি আইটিসি পাশে দাঁড়িয়েছে।