আজ বৃহস্পতি থেকে রবি, বৃষ্টিতে ভিজবে বাংলা

Written by SNS March 28, 2024 12:46 pm

নিজস্ব প্রতিনিধি— চলতি মরসুমের মতো বসন্ত শেষের মুখে৷ ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে গ্রীষ্ম৷ তবে তারই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস৷ সপ্তাহ জুড়ে উত্তরের পাশাপাশি ভিজতে পারে দক্ষিণবঙ্গ, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ রবিবার দোলের দিন সকাল থেকে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যের দিকে হালকা বৃষ্টি পেয়েছে বাংলা৷

হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ এবং বাংলাদেশের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা৷ যার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে৷

হাওয়া অফিসের তরফ থেকে আরও জানান হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার কিছু অংশে৷ পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও৷