পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়ির হিংসায় ভারতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সোমবার তিনি এই অভিযোগ করেন। নাম না করে শেখ হাসিনার দিকেও আঙ্গুল তোলেন তিনি। শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ বাংলাদেশের শাসকের কাছে ফ্যাসিস্ট বলে চিহ্নিত।
চট্টগ্রামের অশান্তিতে মদত রয়েছে হাসিনা এব তাঁর দলের অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের বৃহত্তম উৎসব দুর্গাপুজো খুবই শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। এই সাফল্য ভেস্তে দিতেই পার্বত্য চট্টগ্রামে পরিকল্পনা করে অশান্তির সৃষ্টি করা হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে গত সাতদিন ধরে তুমুল অশান্তি চলছে। রবিবার সেখানে সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন পাহাড়িয়া বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। বেসরকারি সুত্রের খবর, গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪০ জন তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের সঙ্গে স্থানীয় বাংলাভাষীদের সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। একাধিক মানবাধিকার সংগঠনের দাবি অনুযায়ী, বাংলাভাষী বহিরাগত মুসলিম সম্প্রদায় ওই এলাকায় পাহাড়িয়াদের সরিয়ে জায়গা দখল করছে। তাতে মদত দিচ্ছে প্রশাসন ও সেনাবাহিনী।
ওই উপজেলায় রবিবার থেকে ১৪৪ ধারা জারি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার খাগড়াছড়ির ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এরপর চট্টগ্রামের অশান্তির পিছনে ভারতের ইন্ধন রয়েছে বলে একটি সরকারি অনুষ্ঠান থেকে অভিযোগ করেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শান্তি বজায় রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, একটা মহল খাগড়াছড়ির পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। একটা মহল চাইছে দুর্গাপুজো যেন উৎসবমুখরভাবে হতে না পারে। এ জন্য একটা মহল চেষ্টা করছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।